মালয়েশিয়ায় অসংখ্য কাজের সুযোগ রয়েছে। এ কারণে প্রতিবছর অর্থের সন্ধানে অধিক সংখ্যক মানুষ দেশটিতে পাড়ি জমাচ্ছে। ক্রমবর্ধমান এ চাহিদার পরিপ্রেক্ষিতে প্রতিবছরই বাংলাদেশের বিভিন্ন রিক্রুটিং এজেন্সির দ্বারা বিভিন্ন ক্যাটাগরির ভিসার মাধ্যমে অগণিত মানুষ মালয়েশিয়া গমনের সুযোগ পেয়ে থাকে।
যেসকল শ্রমিক ভাইয়েরা চাকুরীর জন্য মালয়েশিয়া গমন ইচ্ছুক এবং বাংলাদেশের সেরা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে অনাকাঙ্খিত ঝুট ঝামেলা ছাড়া অতি দ্রুত ভিসা প্রসেসিং থেকে শুরু করে কাঙ্খিত চাকুরীতে প্রবেশ করতে আগ্রহী তাদের জন্য এই পোস্টে থাকছে সকল গুরুত্বপূর্ণ কিছু তথ্য। চলুন শুরু করা যাক।
মালয়েশিয়া ভিসা এজেন্সি হিসেবে জেজি আলফালাহ কেন পছন্দের শীর্ষে!
যেহেতু মালয়েশিয়ায় বিভিন্ন ধরনের ভিসা সেবা চালু আছে এবং উত্তরোত্তর এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে তাই বৈধ উপায়ে চাকুরী ভিসার দামও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।
বাংলাদেশে মালয়েশিয়া যাওয়ার বেশ কিছু বিশ্বস্ত ভিসা প্রসেসিং এজেন্সি রয়েছে। এর মধ্যে জেজি আলফালাহ অন্যতম শীর্ষ রিক্রুটিং এজেন্সি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে। জেজি আলফালাহ দীর্ঘদিন যাবত মালয়েশিয়াতে কলিং ভিসা প্রসেসিং সহ অন্যান্য ভিসা প্রসেসিং এর কাজ অত্যন্ত দক্ষতা এবং নিষ্ঠার সাথে পালন করে আসছে। সময়ের সাথে সাথে চাহিদানুযায়ী, কর্মীবান্ধব এবং অধিক বেতনের বিভিন্ন চাকুরীর সুযোগের মাধ্যম জেজি আলফালাহ পরিবার মালয়েশিয়া প্রবাস অভিমুখী মানুষের আস্থার বিশেষ জায়গা অর্জন করতে সক্ষম হয়েছে।
জেজি আলফালাহ পরিবার মালয়েশিয়া গমন ইচ্ছুক সকল মেহনতি ভাই বোনের অধিক টাকা আয়ের স্বপ্ন পূরণের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পেরে অত্যন্ত গর্বিত এবং জনশক্তিকে জনসম্পদ করার এই মহান কাজে ভবিষ্যতে নিজেদেরকে আরো কাছ থেকে সম্পৃক্ত করার ব্রত নিয়ে সামনের দিকে এগিয়ে চলছে।
মালয়েশিয়ার যেসকল কোম্পানীর সাথে জেজি আলফালাহ কাজ করে যাচ্ছে
জেজি আলফালাহ দীর্ঘ দিন যাবত মালয়েশিয়ার বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে এবং নিজেদের সার্বিক তত্ববাধনে চাহিদার ভিত্তিতে সকল কার্যক্ষেত্রে কর্মী প্রেরণের ভিসা প্রসেসিং সহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসায় মালয়েশিয়ায় যেতে আগ্রহী হোন, তবে জেজি আলফালাহর মাধ্যমে যেসব কোম্পানিতে আপনার চাকুরী পাবার সুযোগ রয়েছে তা নিচে উল্লেখ করা হলোঃ
- Petronas
- Mynews
- Jimat Jaya Sdn Bhd
- Oriental Food Industries
- Yamaha Electronic Manufacturing Sdn. Bhd.
নিয়মিত তথ্য আদান প্রদানের মাধ্যমে কর্মীদের জীবন মান উন্নয়নে কোম্পানিগুলোর সাথে জেজি আলফালাহ কাজ করে যাচ্ছে। এছাড়াও ভবিষ্যতে কর্মীদের প্রেরণ যাতে করে আরো সহজতর করা যায় এবং কোম্পানিগুলোতে বন্ধুসুলভ কর্মপরিবেশ তৈরির মাধ্যমে অধিক সংখ্যক কর্মীকে আগ্রহী করে তোলা সম্ভব হয় তার জন্য নতুন নতুন কর্ম পরিকল্পনা গ্রহণ করছে জেজি আলফালাহ।
বিদেশ যাওয়ার এজেন্সি হিসেবে জেজি আলফালাহ যেসব সুবিধা প্রদানের নিশ্চয়তা প্রদান করে
মালয়েশিয়ায় চাকরি পেতে হলে একটি ভালো এজেন্সির সাথে যোগাযোগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার জেনে নেওয়া যাক বাংলাদেশ সরকার নিবন্ধিত বৈধ রিক্রুটিং এজেন্সি তথা জেজি আলফালাহর মাধ্যমে মালয়েশিয়া গেলে কি কি সুবিধা আপনার জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা হিসেবে পালন করবে।
- সঠিক দিকনির্দেশনা
- দ্রুততম সময়ের মধ্যে ভিসা প্রসেসিং
- ভিসার মেয়াদ বৃদ্ধি
- সহজে বিমানের টিকিট কাটা
- বিএমইটি রেজিস্ট্রেশনে সহযোগিতা
- মালয়েশিয়াতে কর্মী বান্ধব চাকুরীর নিশ্চয়তা
এসব সুবিধার বাইরেও জেজি আলফালাহ অল্প সময়ে এবং আপনার চাহিদানুযায়ী কাজে প্রবেশের সর্বাধিক প্রচেস্টা করে থাকার প্রতিশ্রুতি প্রদান করে।
বাংলাদেশ সরকার নিবন্ধিত বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া কেন যাবেন?
মালয়েশিয়া ওয়ার্কিং ভিসার প্রচুর চাহিদা রয়েছে। যারা শুধুমাত্র সংসারের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য এবং আর্থিকভাবে স্বচ্ছলতা আনার পন্থা হিসেবে প্রবাস জীবনকে বেছে নিতে দ্বিধাবোধ করছেন না, প্রায়শই তাদের বিভিন্ন দালাল চক্রের খপ্পরে পরে সর্বশান্ত হতে দেখা যায়। এসব দালাল চক্র আকর্ষণীয় চাকুরীর প্রলোভনে দেখিয়ে মানুষকে একরকম বাধ্য করেন জমি বাড়ি বিক্রি করতে।
পরবর্তীতে দেশের ভেতর এসব দালালের আর হদিশ পাওয়া যাইয় না। মালয়েশিয়ায় গিয়ে টাকা উপার্জন করে পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর স্বপ্ন তখন স্বপ্নই থেকে যায়, বাস্তবে হয়ে আর ধরা দেয় না। বাংলাদেশে এরকম ঘটনার নজির অহরহ। যার ফলশ্রুতিতে বিভিন্ন গণমাধ্যমে এসব খবর হর হামেশাই চিত্রায়িত হয়। টাকা প্রাপ্তির প্রতিকারের আশায় এখান ওখান ছুটাছুটি করেও তেমন একটা লাভ হয় না।
বেশিরভাগ সময় দেখা যায়, ধার দেনার টাকা মেটাতে এসকল মানুষ শেষ আশ্রয়স্থল হিসেবে গার্মেন্টস বা দিন মজুরের কাজ করতে বাধ্য হন। আবার অনেকে কি করবেন ভেবে না পেয়ে, কোন রাস্তা খুঁজে না পেয়ে বাড়ি ছাড়া হন। এমনকি অনেকে বিভিন্ন অনৈতিক পেশায়ও জড়িয়ে পরেন। একটি সুখের সংসারের স্বপ্ন তখন দুঃস্বপ্নে পরিণত হয়।
অতএব অবৈধপথে এবং দালালের প্রলোভনে না গলে বাংলাদেশ সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সির শরণাপন্ন হোন। মালয়েশিয়ায় পছন্দানুযায়ী চাকুরী পেতে আজ ই যোগাযোগ করুন জেজি আলফালাহ পরিবারের সাথে। আপনাদের সার্বক্ষণিক সেবা প্রদানে জেজি আলফালাহ পরিবার বদ্ধ পরিকর।
শ্রমবাজারের অনিয়ম, নৈরাজ্য থেকে রেহাই পেতে বৈধ রিক্রুটিং এজেন্সির কোন বিকল্প নেই। অতএব, জেনে বুঝে সঠিক সিদ্ধান্তটি নিন এবং জেজি আলফালাহ পরিবারকেও আপনার মালয়েশিয়া যাবার স্বপ্ন বুননের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পেতে আজই যোগাযোগ করুন।
Leave a Reply